ফাগুনের মলাট

শেষ শিশুপ্রহর আজ

সাংস্কৃতিক প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার ২৪তম দিন আজ। গ্রন্থমেলায় শেষ শিশুপ্রহর আজ। বাংলা একাডেমির ঘোষণা অনুসারে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রন্থমেলায় থাকবে শিশুপ্রহর। আর মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শিশুপ্রহর উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন সময়ে অনুষ্ঠিত শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হবে। গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

 

এ ছাড়া বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘দেশ বিভাগের সত্তর বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ইমানুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন সৈয়দ হাসান ইমাম ও নূরজাহান বোস। সভাপতিত্ব করবেন কামাল লোহানী। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

   

রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/অহ/ইভা