ফাগুনের মলাট

বইমেলায় স্টিফেন হকিংয়ের আত্মজীবনী

সাংস্কৃতিক প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের আত্মজীবনী “মাই ব্রিফ হিস্টোরি”। এরই মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে অনুদিত হলো বইটি। মূল ইংরেজি থেকে বইটি বাংলায় অনুবাদ করেছেন জার্মান প্রবাদি আবদুল্লাহ আল-হারুন। বইটি প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি, দাম রাখা হয়েছে ১৭০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইমেলায় অগ্রদূত অ্যান্ড কোম্পানির ৩৩১ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। “মাই ব্রিফ হিস্টোরি” বইটির মাধ্যমে শৈশব থেকে আজকের স্টিফেন হকিং হয়ে ওঠার গল্প সবিস্তারে বর্ণনা করেছেন। নিজস্ব ভাষায় ভৌতবিজ্ঞানে তার যুগান্তকারী গবেষণা এবং নানা আবিষ্কারের বিশদ বর্ণনা দিয়েছেন। এ ছাড়া উঠে এসেছে তার ব্যক্তি জীবনের বিভিন্ন কথাও। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/অহ/এসএন