ফাগুনের মলাট

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিয়ে মেলায় মাজহার সরকার

রাইজিংবিডি ডেস্ক : একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে  মাজহার সরকারের নতুন লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নেমক হারাম’। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। এটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটির দাম ৪০০ টাকা। উপন্যাসটির কাহিনিসংক্ষেপ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাপূর্ব থেকে একাত্তর পর্যন্ত কালনি নদীর দুই পারের মানুষ ও এক মাঝি পরিবারের দুই প্রজন্মের কাহিনি ‘নেমক হারাম’। একবার ব্রিটিশদের কাছে থেকে ও পরেরবার পাকিস্তানের কাছ থেকে একই ভূখণ্ডের দুই-দুইবার স্বাধীনতা প্রাপ্তির নানা ঐতিহাসিক প্রক্রিয়ায় এক অন্ত্যজ শ্রেণির লড়াই ছড়িয়ে পড়েছে উপন্যাসের পাতায় পাতায়। পাকিস্তানি ক্যাপ্টেন রুস্তম তার ক্যাম্পে ধরে নিয়ে যায় সরলাকে। সপ্তাহখানেক পর কালনি গাঙের মাঝি জুলহাস ক্যাম্প আক্রমণ করে উদ্ধার করলেও সরলাকে আর মেনে নেয় না গ্রামবাসী। মুক্তিযোদ্ধা জুলহাস অস্ত্র জমা দিয়ে নেমে পড়ে আরেক মুক্তি আকাঙ্খায়। এর মধ্যে সরলা গর্ভবতী হয়ে পড়ে, প্রেমিকাকে নিয়ে জুলহাস ছুটে বেড়ায় বাংলার গ্রাম থেকে গ্রামে। পেটে পাকিস্তানি ক্যাপ্টেনের ভ্রূণ নিয়েও অদম্য সরলা, শরণার্থী দলের সঙ্গে পথ চলতে চলতেই গর্ভপাত হয় তার। জুলহাস কী পারবে সরলাকে বাঁচাতে? পারবে কি আবার নিজ গ্রামে ফিরে যেতে? জলের শরীরে বুনোহাঁসের ডানাঝাড়ার মতো কোমল সেই আখ্যান, রাতের আঁধারে গোরখোদকের মাটি খননের মতো হাই হাই অনুচ্চ স্বর, পালকের মতো নরম বিস্তার, পাথরের মতো ভারি জীবনের অগণন জিজ্ঞাসা এই বই। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ মিছিলের কেউ একজন হয়তো একবার বলে ফেলেছিল ‘বাংলা ভাষা রাষ্ট্র চাই’, সেই রাষ্ট্র গঠনে অশ্রুত এক চিৎকার ‘নেমক হারাম’। বইয়ের নাম  ‘নেমক হারাম’ কেন?-এ সম্পর্কে মাজহার বলেন, ‘মুক্তিযুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, এর যুদ্ধের প্রিফিক্স হিসেবে আছে ‘মুক্তি’ শব্দটা। যুদ্ধ শেষ হয়, কিন্তু মুক্তির প্রশ্ন থেকে যায়, থাকে শোষণ-বঞ্চনায় প্রভু বা মালিকের বিপরীতে এবং প্রকৃতি বা নারীর সপক্ষে দাঁড়ানোর গণদাবি। সেই প্রতিকূল পরিবেশে প্রেমিকাকে বাঁচানোর অঙ্গীকার তার পূণ্যবান পুরুষের গুণাবলী, তরুণ প্রজন্মের সেই গুণাবলীগুলো জানা দরকার।’ মুক্তিযুদ্ধের উপন্যাস লিখতে কিভাবে উদ্ভুদ্ধ হলেন জানতে চাইলে তিনি বলেন,-আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আবার দেখেছি অগণিত বই-পুস্তক-পত্রিকা-সাময়িকী পঠন-পাঠনের মধ্য দিয়ে। যুদ্ধকে হৃৎপিণ্ডে ধারণ করেছি, চারপাশ থেকে যুদ্ধের উপকরণ নিয়েছি, তারপর নিজের কল্পনাকে বিস্তার করেছি। তার প্রতিধ্বনি এ উপন্যাস, যুদ্ধ বর্ণনায় নয়-যুদ্ধের পরিণতি নিয়ে। তবে ইতিহাসকে এখানে ব্যবহার করা হয়েছে লবণের মতো, অল্প। ‘নেমক হারাম’ মাজহার সরকারের দ্বিতীয় উপন্যাস। স্বাধীনতাত্তোর বাংলাদেশের ছাত্ররাজনীতি নিয়ে লেখা তার প্রথম উপন্যাস ‘রাজনীতি’। বইটির জন্য তিনি ২০১৬ সালে ‘ব্র্যাক ব্যাংক সমকাল হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পেয়েছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ