ফাগুনের মলাট

বইমেলায় ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে কবি সাইফুল ভুঁইয়ার তৃতীয় কাব্যগ্রন্থ ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’। বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশনী। বইটির দাম ১৫০ টাকা। ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’ বইটির অন্তর্ভুক্ত কবিতার থিম নিয়ে কবি ওবায়েদ আকাশ ফ্ল্যাপে লিখেছেন, সাইফুল ভুঁইয়ার কবিতা মৃত্যু চেতনা তাড়িত এক নাগরিক কবির কবিতা। তার কবিতার রন্ধ্রে যে সূক্ষ্মতর কাব্যবোধ অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছে; তা হলো দৃশ্যমান বাস্তবতায় তার প্রেম জরা খুনসুটি-সব কিছুই নগর নিষ্পেষণে দলিত মথিত। কবিতার নির্মিতি নিয়ে ওবায়েদ আকাশ লেখেন: ‘তার কবিতার বিন্যাস নিটোল ও টানটান উচ্চারণে ধ্বনিময়। কবিমাত্র যে মানবমনের চিরপ্রাকারিক দ্বন্দ্ব বিক্ষুব্ধতা ও ক্লেশ সংঘাত আনন্দে উৎকণ্ঠিত-উদ্বেলিত, সে বৈশিষ্ট্য সাইফুল ভুঁইয়াকেও স্পর্শ করেছে। কিন্তু তিনি তাঁর উচ্চারণের স্বাতন্ত্র্য আর ভাবনা নির্মাণে কোথায় যেন নিজেকে আলাদা করে দাঁড় করাতে সফল হয়েছেন।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ