ফাগুনের মলাট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ‘প্রজন্মের ভাবনায় গল্পে ৭১’

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের ছোটগল্প নিয়ে সংকলন ‘প্রজন্মের ভাবনায় গল্পে ৭১’। সংকলনটি সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক ও কবি ফখরুল হাসান। বইটির প্রচ্ছদ করেছেন রানা হাসান। প্রকাশ করেছে বাবুই প্রকাশনী। দাম ৩০০ টাকা। বইটি পাওয়া যাবে ৪৬২ নম্বর স্টলে। আরপি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রকাশিত বইটিতে ৩৩ জন প্রবীণ-নবীন লেখকের গল্প রয়েছে। বইটি প্রকাশে অর্থায়ন করেছেন মেহেদী হাসান। লেখকরা হলেন-শওকত আলি, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, মঈনুল আহসান সাবের, ইমদাদুল হক মিলন, ইসহাক খান, আলমগীর রেজা চৌধুরী, মোজাম্মেল হক নিয়োগী, মোহিত কামাল, আসলাম সানী, লুৎফর রহমান রিটন, জাকির তালুকদার, পাপড়ি রহমান, আলমগীর খোরশেদ, শেখ মেহেদী হাসান, ইভান অনিরুদ্ধ, স্বকৃত নোমান, অদ্বৈত মারুত, ফখরুল হাসান, সাইফ বরকতুল্লাহ, মোজাফফর হোসেন, সালাহ উদ্দিন মাহমুদ, আশিক মুস্তাফা, শাম্মী তুলতুল, তন্ময় আলমগীর, আরণ্য সুজন, মোস্তফা জামাল জানী, এনামুল হক, সোলায়ামান আহামেদ, ইমাম মেহেদী, তারেক হাসান, মিশকাত উজ্জল, হাসনাত আমজাদ। রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ