ফাগুনের মলাট

বইমেলায় মুনিরা প্রীতুর গল্পগ্রন্থ ‘স্বপ্নচারিণী’

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে মুনিরা প্রীতুর প্রথম গল্পগ্রন্থ ‘স্বপ্নচারিণী’। বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন। ‘স্বপ্নচারিণী’ বইটির প্রচ্ছদ করেছেন সংযুক্তা বিশ্বাস মুমু। বইটিতে মোট বারোটি গল্প রয়েছে। দাম ২০০ টাকা। বইটি সম্পর্কে লেখিকা মুনিরা প্রীতু বলেন, ‘এটি একটি ছোট গল্প সংকলন। ছোট গল্পের নিয়ম মেনেই এই বইয়ের প্রত্যেকটি গল্প উপস্থাপন করা হয়েছে। রহস্যে মোড়া গল্পগুলো পড়ে পাঠকের মনে হবে যেন শেষ হইয়াও হইল না শেষ। আয়তনে ছোট হলেও প্রত্যেকটি গল্প ভাবনায় বিস্তৃত। স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি আর যারা স্বপ্নবাজ তাদের নিয়েই গল্পগুলো লেখা। পৃথিবী থেকে সবকিছু ধীরে ধীরে খোয়া গেলেও স্বপ্নচারিণী’র স্বপ্নবাজরা কখনোই হারিয়ে যাবে না।’ রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/আরিফ/ফিরোজ