ফাগুনের মলাট

গ্রন্থমেলায় শাহনাজ পারভীনের ‘তোমার কণ্ঠে লাখো জনতা’

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি শাহনাজ পারভীনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তোমার কণ্ঠে লাখো জনতা’। বইটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। সোহরাওয়ার্দী উদ্যান অংশে রোদেলা প্রকাশনীর ২৩৬-৩২৯ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। গতকাল রোববার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু, দুদকের সাবেক পরিচালক মোজাম্মেল হোসাইন খান, অভিনেত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রকাশনা সম্পাদিকা নুরুননাহার বেগম, তরুণ নাট্যনির্মাতা আজাদ আল মামুনসহ অনেকে। শাহনাজ পারভীন বলেন, ‘‘আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ব্যথা ভরা স্মৃতি নিয়ে সুখের সন্ধান’-এর কবিতাগুলোর মধ্যে মূলত আমি আমার প্রিয় কয়েকটি বিষয় তুলে ধরেছিলাম। বঙ্গবন্ধু কেবল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি আমার সাহিত্যচর্চার অনুপ্রেরণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, আহসান উল্লাহ মাস্টার, আ.ক.ম মোজাম্মেল হকসহ অনেক প্রিয় মানুষ ও প্রিয় বিষয়াদি নিয়ে কবিতা রচনা করেছিলাম। এবার আমার লেখা দ্বিতীয় কাবগ্রন্থ ‘তোমার কণ্ঠে লাখো জনতা’ বইয়ের কবিতাগুলোর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা, প্রিয় বাংলাদেশ এবং প্রিয় বিষয়াদি নিয়ে কবিতা রচনা করেছি। আশা করি, পাঠকের ভালো লাগবে।’ কবি শাহনাজ পারভীন কবিতা ছাড়াও ছোট গল্প, নাটক ও গান রচনা করছেন। তার রচিত নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘ভালোবাসায় গন্ডগোল’, ‘তোমার জন্য বাজি’, ‘যদিও স্বপ্ন তবুও সত্যি’ প্রভৃতি।  মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা আজাদ আল মামুন। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন শাহনাজ পারভীন।

রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/শান্ত