ফাগুনের মলাট

বইমেলায় বক্তৃতা শেখার বই

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ক্যারিয়ার বিষয়ক গ্রন্থ ‘বক্তৃতা শেখার কৌশল’। বইটি প্রকাশ করেছে ইতি প্রকাশন (স্টল নাম্বার ৩১৫ এবং ৩১৬)। বইটি সম্পর্কে মাইদুর রহমান রুবেল বলেন, আমরা অনেকেই টেবিল টক বা সামনা সামনি অনেক কথা বলতে পারি। কিংবা তর্ক করতে পারি। কিন্তু অনেকে বক্তৃতা দিতে পারি না। যারা পারেন না তাদের জন্য এ বইটি। বক্তব্যের প্রধান শর্তগুলো কি, ওঠে এসেছে এ বইতে। কারো কারো বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনেন দর্শকরা। আবার কারো লাগামহীন বক্তব্যে বিরক্ত হয়ে অনেক দর্শকই হল ছেড়ে চলে যান। কোন পরিস্থিতিতে বা কোন অনুষ্ঠানে কোন ধরনের বক্তব্য দিতে হবে, বা শব্দচয়নে কতটা সতর্ক হতে হবে কিংবা পরিমিতিবোধ কতটা থাকতে হবে, এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বক্তৃতা শেখার কৌশল বইটিতে। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ