ফাগুনের মলাট

বইমেলায় মুস্তাফিজ শফির চার বই

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে মুস্তাফিজ শফির কবিতার তিনটি বই ও একটি শিশুতোষ উপন্যাস। বইগুলো হলো-বিরহের কবিতা সংকলন ‘বিরহসমগ্র’, নতুন কবিতাগ্রন্থ ‘ব্যক্তিগত রোদ ও অন্যান্য’, কবিতাগ্রন্থ ‘কবির বিষণ্ণ বান্ধবীরা’-এর পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ এবং শিশুতোষ উপন্যাস ‘ভূতকল্যাণ সমিতি’। ‘বিরহসমগ্র’ প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। বইটির দাম ৩০০ টাকা। মুস্তাফিজ শফির ‘ব্যক্তিগত রোদ ও অন্যান্য’ কবিতাগ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। প্রচ্ছদ এবং ভেতরে ব্যবহৃত চিত্রকর্ম: মোহাম্মদ ইউনুস। নামলিপি: সুমন। ৬৪ পৃষ্ঠার বইটির দাম ১৫০ টাকা। এছাড়া তার অপর কবিতাগ্রন্থ ‘কবির বিষণ্ণ বান্ধবীরা’ ২০১৫ সালে ‘ভাষাচিত্র’ থেকে বেরিয়েছিল। বইটির এবার পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ বেরিয়েছে। এটি প্রকাশ করেছে ‘চৈতন্য’। মোহাম্মদ ইউনুসের চিত্রকর্ম অবলম্বনে প্রচ্ছদ করেছেন শ্বাশত রায়হান। ৫৬ পৃষ্ঠার বইটির দাম ১৬০ টাকা। মুস্তাফিজ শফির ‘ভূতকল্যাণ সমিতি’ নামের এবারের শিশুতোষ উপন্যাসটি প্রকাশ করেছে ‘কথাপ্রকাশ’। বইটির প্রচ্ছদ করেছেন বোরহান আজাদ। ৫৬ পৃষ্ঠার বইটির দাম ১০০ টাকা। রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ