ফাগুনের মলাট

বইমেলার সময় বাড়ল দুদিন

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১ মার্চ ও ২ মার্চ সকাল ১১টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত বইমেলা চলবে। বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে গ্রন্থমেলার সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। ফলে এবারের বইমেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। এই দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় স্বভাবতই এর মধ্যে শিশুপ্রহর চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃষ্টিসহ বৈরী আবহাওয়া বইমেলায় প্রকাশক-লেখকদের ভুগিয়েছে বেশি। এর পরিপ্রেক্ষিতে লেখক-প্রকাশকরা বইমেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রকাশনা সংস্থাকে ৬২০টি ইউনিট; মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ১৮০টি লিটলম্যাগকে ১৫৫টি স্টল দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৯/তারা/ইয়ামিন/সাইফ