ফাগুনের মলাট

বইমেলায় ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলার  (২০১৯) শেষ সময়ে প্রত্যয় হাসানের গল্পগ্রন্থ ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে জেব্রাক্রসিং প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। বইটির দাম ২১০ টাকা। বইটিতে মোট নয়টি গল্প রয়েছে।  বইটি সম্পর্কে প্রত্যয় হাসান বলেন, বইটির প্রতিটি গল্প হেঁটে চলছে জীবনের সাথে। যেমন, জীবনের সাথে ঘুম প্রতিটি বেঁচে থাকা দিনের সাক্ষী। অর্ধেকটা আনন্দ আর অর্ধেকটা দুঃখ নিয়ে মূলত একটা পূর্ণাঙ্গ জীবনের গল্প। প্রত্যয় হাসান আরো বলেন, একেকটি গল্পে মনে হবে পাঠকের জীবনের একেকটি অংশ। তা সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম, সংসার আর কিছু না-বলা, অচেনা অনুভূতি। বইয়ের নয়টি বিচ্ছিন্ন গল্প যেন এক একটি জীবনের এমনই বিভিন্ন অংশ। জীবন যেমন দুর্বোধ্য নয়, তেমনি গল্প নিছক কল্পনা নয়। এখানে প্রতিটি গল্পই মুগ্ধ-জীবনের অংশ। ‘ঘুম অথবা ব্যক্তিগত স্বর্গ’ বইটি প্রত্যয় হাসানের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার সালাম চত্বরের জেব্রাক্রসিং প্রকাশনির ৩৩২ নম্বর স্টলে। রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৯/আরিফ/সাইফ