ফাগুনের মলাট

বইমেলায় ক্যারিয়ার নিয়ে বই ‘দ্য আইকন\`

ক্যারিয়ার কারিশমা, এক্স ফ্যাক্টর- এরপর এবারের গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে নাজমুল হুদার নতুন বই ‘দ্য আইকন- আলোকের অন্তরালের গল্প’।

অমর একুশে গ্রন্থমেলায় আলোঘর প্রকাশনার ২৭২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

বইটির বিষয়বস্ত সম্পর্কে নাজমুল হুদা রাইজিংবিডিকে বলেন, সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে যারা সফলতার মঞ্চে দাঁড়িয়েছেন, যাদের পদচারণায় নতুন পথ তৈরি হয়েছে, নতুন ব্র্যান্ডের যারা কারিগর, সফলতায় স্বপ্রতিভ এরকম শিল্প-সফল মানুষকে তুলে ধরা হয়েছে বইটিতে। সহজ ও সরস ভাষায় পাঠকের উপযোগী করে তাদের সকল জীবন, কর্মসহ নানা আঙিক তুলে ধরার চেষ্টা করছি। সববয়সী পাঠক বিশেষত তরুণরা পড়ে অনুপ্রাণিত হবে বলে আশা করছি।

এ ধরনের অনুপ্রেণমূলক লেখালেখিতে কেন আসলেন, পাঠকরা এগুলো কতটুকু গ্রহণ করছে? এসব বিষয়ে জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করছি। বিশেষত পেশা-পাতাগুলোতে। এছাড়া সৃজনশীল কিছু কাজ করতে গিয়ে অনুভব করলাম দেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে থাকতে হবে। নতুন প্রজন্মকে উজ্জীবিত রাখতে হবে। সেই প্রয়াসেই এবারে আমার সপ্তম প্রকাশনা ‘দ্য আইকন’। ঢাকা/সাইফ