ফাগুনের মলাট

বইমেলায় গল্পগ্রন্থ ‘উপসংহারে অন্য সকাল’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে মেঘ অদিতির গল্পগ্রন্থ ‘উপসংহারে অন্য সকাল’।

গল্পগ্রন্থটি প্রকাশ করেছে বৈভাষিক প্রকাশন। এটির প্রচ্ছদ করেছেন নবেন্দু সেনগুপ্ত। দাম ২০০ টাকা। গল্পগ্রন্থটি সম্পর্কে মেঘ অদিতি বলেছেন, এ গ্রন্থে ১৫টি গল্প রয়েছে।

বইয়েল ফ্ল‌্যাপ থেকে: একজন কবি যখন গদ্য লেখেন, তাঁর গদ্য ছুঁয়ে থাকে লিরিক, মেটাফোর, আর নানা অস্পষ্টতার এক কাব্যিক মোড়ক। কিন্তু তার মধ্যে দিয়েও গদ্য এগোয়৷ যেমন নদী। সে পাহাড়, সমতল বা সমুদ্রে মেশার আগে... প্রতিটি ঠোক্করই চিত্রিত হয়, বিবিধতার বর্ণে, প্রকৌশলে।

একটি নিঃসঙ্গ সকালও কী করে যেন অনিমিখ চিত্রকল্প হয়ে ওঠে, আর তারপর নদী এগোচ্ছে, জারুল, কৃষ্ণচূড়া বা রাধাচূড়া জলে মিশছে, বাকিটা জল জানলো, বা নদী, যেভাবে রঙিন হয়, বিলীন জীবন, আর মোহনায় সামান্য ঘুরপাক খেয়ে, ফের দৌড়ায়- ‘উপসংহারে অন্য সকাল’ বইটির পাতায় পাতায় এসব হারানো নিশ্বাস আর বেঁচে ওঠার আঘ্রাণ।

 

ঢাকা/সাইফ