ফাগুনের মলাট

বইমেলায় ‘কায়দা করে বেঁচে থাকো’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে নামহীন বই ‘কায়দা করে বেঁচে থাকো’।

এটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন। বইটি লিখেছেন ইমরান মাহফুজ। এটি তার দ্বিতীয় কবিতার বই।

বইটি সম্পর্কে ইমরান মাহফুজ রাইজিংবিডিকে বলেন, নাম সর্বস্বযুগে কাজের চেয়ে নামের বাহারই বেশি দেখা যায়! এর বিপরীতে আমি কাজকে গুরুত্ব দিয়ে কাভারটি নামহীন রাখার চিন্তা করলাম। এছাড়া প্রথম বই দীর্ঘস্থায়ী শোকসভা মধ্যে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। আশা রাখি, পাঠকরা এবারেও সূচিপত্রহীন বইটিতে বাংলা কবিতার এক্সপেরিমেন্ট খুঁজে পাবেন।

কবি সাইফুল ইসলাম বলেন, জীবনের টানাপোড়েন, সুখ-দুঃখের গল্প মিলিয়ে মানুষ টিকে থাকে পৃথিবীতে। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটিকেও টিকে থাকতে হয় কায়দা করে। কায়দা না জানলে গ্রাম, নগর, অফিস, বিদ্যালয়, মন্ত্রণালয় থেকে সংসারেও টিকে থাকা প্রায়ই অসম্ভব!

বইটির দাম ১৩০ টাকা। এটির প্রচ্ছদ করেছেন আনোয়ার সোহেল। ঢাকা/সাইফ