ফাগুনের মলাট

নির্বাচিত কবিতা নিয়ে বইমেলায় সুমন রহমান

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে সুমন রহমানের ‘নির্বাচিত কবিতা’।

বইটি বের করেছে উড়কি। এটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। মেলায় পাওয়া যাচ্ছে উড়কির স্টল নং ২২১-এ।

সুমন রহমানের পূর্ব প্রকাশিত দুই কাব্যগ্রন্থ সিরামিকের নিজস্ব ঝগড়া (২০০৮) এবং ঝিঁঝিট (১৯৯৪)-এর কবিতা আছে বইটিতে। সেই সঙ্গে যুক্ত হয়েছে অগ্রন্থিত কিছু কবিতাও।

কবিতার মাধ্যমে লেখালেখির শুরু হলেও গল্প, প্রবন্ধ, গবেষণা নানা মাধ্যমে তিনি সক্রিয়। তার অন্যান্য বইয়ের মধ্যে আছে ‘গরিবি অমরতা’, ‘নিরপরাধ ঘুম’, ‘কানার হাটবাজার’, ‘দেখা না-দেখার চোখ’।

কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় বাংলা ভাষার প্রথম লেখক হিসেবে স্থান পায় তার গল্প ‘নিরপরাধ ঘুম’। পেয়েছেন প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার ১৪২৪।

 

ঢাকা/সাইফ