ফাগুনের মলাট

বইমেলায় কুশল ইশতিয়াকের প্রথম গল্পগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে কুশল ইশতিয়াকের প্রথম গল্পগ্রন্থ ‘চাঁদগাছ এক পায়ে দাঁড়িয়ে’।

কুশল ইশতিয়াক রাইজিংবিডিকে বলেন, এটি প্রথম গল্পগ্রন্থ। আমার এক লেখক বন্ধু পাণ্ডুলিপিটা পড়ে বলেছিলেন গল্পগুলো অতিলৌকিক জাদুতে মোড়া। একজন বলেছেন, গল্পগুলো স্বাভাবিক রিয়েলিটির তোয়াক্কা করে না। তো, বিষয় অনেকটা এমন হয়তো। গল্পগুলোর পুরো ফর্মটাই নতুন। প্রচলিত ছোটগল্পের যে কাঠামো আছে, ওটা আমি ভেঙেছি বারবার। তাতে ট্রেডিশনাল ধারার গল্পে অভ্যস্ত পাঠকের কাছে এই গল্পগুলো কিছুটা অস্বস্তির কারণ হতে পারে।

এ গ্রন্থে মোট ১৪টি গল্প রয়েছে। এটির প্রচ্ছদ করেছেন সিপাহী রেজা। দাম ১৩৫ টাকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে চন্দ্রবিন্দু প্রকাশনীর ৬০৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। ঢাকা/সাইফ