ফাগুনের মলাট

‘ভালো কবিতার বইয়ের সংখ্যা কম’ (ভিডিও)

চলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২০।  ভাষা আন্দোলনের মাসে বিশেষ এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। মেলায় জমে কবি-সাহিত্যিকদের আড্ডা। পাশাপাশি বই কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। সবমিলিয়ে বইমেলা হয়ে ওঠে লেখক-পাঠকদের মিলনমেলা।

এবারের বইমেলায় প্রচুর কবিতার বই এসেছে। মেলা প্রাঙ্গণে নতুন কবিতার বই, কবিতার বিষয়বস্তু, রয়্যালিটি প্রসঙ্গে কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের সঙ্গে কথা হয় রাইজিংবিডির এই প্রতিবেদকের।

টোকন ঠাকুর বলেন, বইমেলায় কবিতার বই অনেক বের হয়, সবাইকে আমি কবি বলবো না এবং সব কবিতার বইকেও আমি কবিতার বই বলবো না। বইমেলার সময় অনেক হুজুগে, আবেগী, স্মৃতিকাতর কবির জন্ম হয়। তাদের বই বইমেলায় আসলেও সেগুলোকে আমি কবিতার বই হিসেবে মনে করি না। সেই হিসেবে আমি বলবো যে, হয়তো ১৫-২০টা ভালো কবিতার বই এবার মেলায় রয়েছে।’

ঢাকা/ফিরোজ