ফাগুনের মলাট

বইমেলায় যোবায়ের শাওনের কাব্যগ্রন্থ ‘ব্যক্তিগত পুলসিরাত’

অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে কবি যোবায়ের শাওনের চতুর্থ কাব্যগ্রন্থ ‘ব্যক্তিগত পুলসিরাত’। রোববার (৫ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন সরকারের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং বিশিষ্ট ফোকলোর গবেষক, কবি ও প্রাবন্ধিক ড. আমিনুর রহমান সুলতান।

‘ব্যক্তিগত পুলসিরাত’ এমন একটি কাব্যগ্রন্থ, যেখানে সম্মিলিতের আশা-আকাঙ্ক্ষা-হতাশার বিভিন্ন মুহূর্ত একেকটি কবিতা মূর্ত হয়েছে। বইটি পাঠের মাধ্যমে পাঠক ক্রমাগত নিজেকেই নতুন করে আবিষ্কার করতে থাকবেন। এটি এমন একটি প্রয়াস যেখানে নিয়ত পরীক্ষার মধ্যে দিয়ে চলা ব্যক্তির মানবিক সম্পর্ক এবং পরিবার-সমাজ-রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের বোঝাপড়ার বিষয়টি খুবই গুরুত্ববহ হয়ে ধরা দেয়, রূঢ় বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। তাকে অতিক্রম করা যায় না।

গ্রন্থের কবিতায় চতুর্থ শিল্পবিপ্লবের মতো তকমা দেওয়া শব্দময়তা যেমন আছে, তেমনই আছে মায়ের আঁচলের সোঁদা গন্ধ। আছে মহানগর পেয়ে যাওয়ার হাহাকার আর প্রকৃতির নিবিড় গ্রাম হারানোর বেদনা। আছে বন্ধুত্বের রঙিন চশমা, রাষ্ট্রের সোনার হরিণ হয়ে ওঠার গল্প। সেইসঙ্গে আছে যন্ত্রের কাছে আত্মসমার্পণের ভবিতব্য।

এসবই আমাদের চেনা শব্দ, চেনা অনুভূতি। কোথাও না কোথাও আমরা সবাই একেকটা ‘ব্যক্তিগত পুলসিরাত’ পেরিয়ে যাচ্ছি প্রতিদিন। গন্তব্যে পৌঁছানো যাচ্ছে কি না, সেটাও আছে প্রশ্নের মতো সংক্ষুব্ধতায়।

‘ব্যক্তিগত পুলসিরাত’ প্রকাশ করেছে নবান্ন প্রকাশনী। মেলার ৪৫৫-৪৫৬ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। প্রচ্ছদ করেছেন কবি ও শিল্পী রাজীব দত্ত। ৫১টি কবিতাসম্বলিত বইটি মেলার স্টলের পাশপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সংগ্রহ করা যাবে।

কবি যোবায়ের শাওনের প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো—যুক্ত প্রকাশনের ‘হেমলক হাতে বসে আছি’, খড়িমাটি প্রকাশনীর ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’ এবং অনুভব প্রকাশনী থেকে ‘মালিকানা বিষয়ক ধারণার নবায়ন’।