কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে অন্ত্যমিল প্রকাশনী।
বইটি সম্পর্কে লেখক বলেন, “এই গল্পগ্রন্থের চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সমাজে একটি শিক্ষামূলক বার্তা দেওয়া হয়েছে। এছাড়া, বইটিতে ভালোবাসা, দ্রোহ, রম্য ও বাস্তবধর্মী কিছু গল্প রয়েছে, যা পাঠকদের মুগ্ধ করবে বলে আশা করছি।”
কামরান চৌধুরীর প্রকাশিত বই- গল্পগ্রন্থ ‘নিথর ইস্টিশন’(২০২২), কাব্যগ্রন্থ ‘অখ্যায়িকা’।