নিজস্ব প্রতিবেদক, সিলেট: অল্প বৃষ্টিতে সিলেট নগরী প্রাণকেন্দ্র মিরাবাজারস্থ মডেল হাই স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার অল্প বৃষ্টিতেই স্কুলের মাঠে হাঁটু পানি জমে যায়। স্কুলের ক্লাসেও ঢুকে পড়ে পানি। অল্প বৃষ্টিতে যদি এই অবস্থার সৃষ্টি হয় তবে বর্ষা মৌসুমে কি হবে, তা নিয়ে চিন্তিত স্কুলের শিক্ষক ও অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলের আশপাশের ড্রেনগুলো পরিষ্কার না করায় স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক একে আজাদ চৌধুরী জানান, এমনিতেই দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে যথাযথভাবে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে সামান্য বৃষ্টিতে যদি স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ক্লাস করানো সম্ভব না হয়, তাহলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়বে। এ ব্যাপারে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোছা. পিয়ারা বেগম জানান, বৃহস্পতিবার হাঁটু পানি ডিঙ্গিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস করেছে। পুরো মাঠজুড়েই পানি। আবারও বৃষ্টি হলে ক্লাসের ভেতর পানি উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
রাইজিংবিডি/সিলেট/২ এপ্রিল ২০১৫/কামাল/রিশিত