অন্য দুনিয়া

হাতীবান্ধায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহেদুল হক খন্দকারের ওপর হমলার প্রতিবাদে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের হাতীবান্ধা এসএস হাই স্কুলের সামনের মহাসড়কের ওপর ওই কর্মসূচি পালিত হয়।

 

এতে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নুর মোহাম্মদ বাবলু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, সম্পাদক মোবারক হোসেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রাণনাথ পটিকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকতুফা ওয়াসিম বেলি, হাতীবান্ধা এসএস মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, সিন্দুর্না লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবুল, নওদাবাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশ শেষে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

 

এ কর্মসূচিতে হাতীবান্ধা উপজেলার কয়েকশ শিক্ষকা-কর্মচারী অংশ নেয়। উল্লেখ্য, ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এলাকার কয়েকজন উত্ত্যক্তকারীর হামলার শিকার হন উপজেলার সিন্দুর্না লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহেদুল হক খন্দকার।

 

এ ঘটনায় স্থানীয় থানায় গত বৃহস্পতিবার রাতে মামলা করা হয়।

       

রাইজিংবিডি/লালমনিরহাট/১৮ এপ্রিল ২০১৫/মোয়াজ্জেম হোসেন/রণজিৎ