অন্য দুনিয়া

হবিগঞ্জে কালবৈশাখীতে মা-ছেলের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার পাহাড়ি এলাকাসহ প্রত্যন্ত অঞ্চল কালবৈশাখীর ছোবলে মা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : বানিয়াচং উপজেলা সদরের উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের ফজল মিয়ার আট মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী নুরজাহান বেগম (৩৫) ও তার ছেলে পারোয়ান (৬)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ ও আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বানিয়াচংয়ে প্রচ- ঝড় হয়। এ সময় নন্দিপাড়া গ্রামের ফজল মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি কড়ই গাছ ভেঙে তার টিনশেড ঘরের উপর পড়ে। এতে ঘটনাস্থলে তার স্ত্রী নূরজাহান ও ছেলে পারোয়ান মারা যায়। আহত হয়েছে আরো কমপক্ষে ১০ জন।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দিকে আরো জানা যায়, ঝড়ে জেলার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চা বাগানগুলো। বাগানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে চা শ্রমিকদের ঘরবাড়ি। আহত হলেন : রমিজ মিয়া (২২), কালু মিয়া (৩২), স্বপন সাওতাল (৩৮)।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।

     

রাইজিংবিডি/ হবিগঞ্জ/২২ এপ্রিল/২০১৫/মামুন চৌধুরী/মোহন/রণজিৎ