অন্য দুনিয়া

ফেনীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত ৩

ফেনী প্রতিনিধি : জেলার দাগনভূঞায় ছাত্রলীগ নেতার মোটরসাইকেল আটকের জের ধরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় দু’পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে।

 

আহতরা হলেন- পুলিশ কনস্টেবল ইকবাল হোসেন ,আবুল হোসেন টিপু ও ইমা মালিক সমিতির সেক্রেটারী জাফর উল্লা । রোববার বিকেল ৬টার দিকে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

 

ঘটনাস্থলে দায়িত্বপালনরত দাগনভূঞা থানার দুই পুলিশ সদস্য ও রফিক জানান, রোববার বিকেলে বাজারে অবৈধ মোটরসাইকেল আটক অভিযান পরিচালিত হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা রায়হানের মোটরসাইকেল আটক করা হয়।

 

এর কিছুক্ষন পরে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কনস্টেবল ইকবাল হোসেন, আবুল হোসেন টিপু ও ইমা মালিক সমিতির সেক্রেটারী জাফর উল্লাহ আহত হন।

 

আহত দুই পুলিশ সদস্য জরুরী দায়িত্ব পালনে খাগড়াছড়ি থেকে দাগনভূঞায় এসেছিলেন। দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ককটেল হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাইজিংবিডি/ ২৬ এপ্রিল ২০১৫/সৌরভ/নওশের