অন্য দুনিয়া

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প আতঙ্কে ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার বেলহারা গ্রামে ভূমিকম্প আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ভূমিকম্পের পরে এ ঘটনা ঘটে।

 

নিহত ফাতেমা বেগম (৬০) বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বেলহারা গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

 

পারিবারিক সূত্রে জানাযায়, বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বেলহারা গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী ফাতেমা বেগম ভূমিকম্পের সময়  বাড়ির আঙ্গিনায় বসে ছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আকরাম আলী মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন জানিয়েছে ভূমিকম্পের সময় আতঙ্কে ওই বৃদ্ধা মারা যান।

 

উল্লেখ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএনজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের দার্জিলিংয়ের মিরিক। কেন্দ্রে মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১।

       

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৭ এপ্রিল ২০১৫/তানভীর হাসান তানু/সনি