অন্য দুনিয়া

কালিয়াকৈরে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে আগামী ওয়াশিং লিমিটেড কারখানার অগ্নিকাণ্ডে ঘটনায় দগ্ধ রেহেনা আক্তার (২৮) মারা গেছেন। তিনি সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেহেনা আক্তার মৃত্যুবরণ করেন।

 

উল্লেখ্য, সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মেসার্স আগামী ওয়াশিং লিমিটেড নামের একটি নির্মাণাধীন কারখানায় লাকড়ির চুলা থেকে কারখানার গ্যাসের কম্প্রেসার রুমে আগুন লেগে গৃহকর্মী রেহেনা আক্তারসহ ৭ জন দগ্ধ হন।

 

অপর দগ্ধরা হলেন-ওই কারখানার শ্রমিক ফজলুর রহমান (২৩), আবদুল মালেক (৩০), দুলাল হোসেন (২৬), জাহিদুল ইসলাম (৩৪), মোহাম্মদ ইয়াসিন (৪৫) ও আবু হোসেন (৫০)।

 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

       

রাইজিংবিডি/গাজীপুর/২৭ এপ্রিল ২০১৫/হাসমত আলী/রিশিত