অন্য দুনিয়া

শরণখোলায় কার্গোর ধাক্কায় নৌকাডুবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে কার্গো জাহাজের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে।

 

এলাকাবাসী জানায়, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার উত্তর সাউথখালীর বলেশ্বর নদে একটি নৌকায় করে মাছ ধরছিল তিন জেলে।

 

এ সময় আকস্মিকভাবে একটি কার্গো জাহাজ এসে সজোরে ধাক্কা দেয় ওই নৌকাটিকে।

 

এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তিন জেলে পানিতে তলিয়ে যায়। পরে তারা ভেসে উঠলে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।

 

প্রাণে রক্ষা পাওয়া জেলেরা হচ্ছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী এলাকার মাসুম আকন (৪৮), দুলাল ফরাজী (৪৬) ও আনোয়ার জমাদ্দার।

 

প্রাণে রক্ষা পাওয়া জেলেরা বলেন, ‘আমরা মাছ ধরার সময় কার্গো জাহাজটি নৌকার ওপর উঠিয়ে দেয়। এ সময় নৌকাটিসহ আমরা তিনজন পানিতে তলিয়ে যাই। কার্গো জাহাজটির নাম দেখতে পারেননি। আমাদের নৌকা, জাল ও মালামাল নিয়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।’ রাইজিংবিডি/বাগেরহাট/৩০ মে ২০১৫/আলী আকবর টুটুল/রণজিৎ/এএন