কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদের সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার জেলার উপজেলাগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পারুল খাতুন এবং জাসদ সমর্থিত প্রার্থী নার্গিস আক্তার নির্বাচিত হয়েছেন।
মিরপুর উপজেলায় উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জুনিয়ারা ইয়াছমিন (পপি) ও হাসিনা খাতুন এবং জাসদ সমর্থিত শাহানাজ পারভিন নির্বাচিত হয়েছেন।
দৌলতপুর উপজেলায় উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কহিনুর বেগম, খোরশেদা বেগম, শারমিন সুলতানা সীমা, আকলিমা খাতুন ও শেফালী খাতুন নির্বাচিত হয়েছেন।
রাইজিংবিডি/কুষ্টিয়া/১৫ জুন ২০১৫/কাঞ্চন কুমার/সনি