অন্য দুনিয়া

চট্টগ্রামে ৪৪টি বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৪টি বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করে এসব বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

 

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য্য রক্ষায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে ধারাবাহিক অভিযান চলছে। অভিযানের আওতায় রোববার সকাল থেকে নগরীর জিইসির মোড় এলাকা থেকে ৪টি বড় আকৃতির বিলবোর্ড এবং ৪০টি বিভিন্ন সাইজের সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

 

একই সময় অবৈধভাবে বিলবোর্ড স্থাপনের দায়ে ৩টি বিজ্ঞাপনি সংস্থাকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে চসিক ম্যাজিস্ট্রেট জানান।

     

রাইজিংবিডি/চট্টগ্রাম/৫ জুলাই ২০১৫/রেজাউল/রিশিত