অন্য দুনিয়া

ঝালকাঠিতে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই গ্রুপের সংর্ঘষে নারী কাউন্সিলরসহ চারজন আহত হয়েছেন।

 

আহতরা হলেন- ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর রিজিয়া বেগম, রিয়াজ খান, ব্যবসায়ী জলিল খলিফা ও আমানুল খলিফা।

 

শনিবার সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার কিফাইত নগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত কাউন্সিলর রিজিয়া বেগমের কলেজ পড়ুয়া ছেলে টিপু খান।

 

শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর মামা জনৈক জলিল খান টিপু খানকে ডেকে জিজ্ঞাস করলে সে ক্ষিপ্ত হয়ে যায়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

 

পরে  টিপু খান দলবল নিয়ে জলিল খানের গাবখান ব্রিজের ঢালে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায়। এ সময় তার ছেলে জলিল খলিফা ও আমানুল খলিফা আহত হন।

 

এ ঘটনার পরে জলিল খানের লোকজন কাউন্সিলর রিজিয়া বেগমের ওপরে হামলা চালায়। এতে কাউন্সিলর ও তার ছেলে রিয়াজ খান আহত হন।

 

আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে আহত কাউন্সিলর রিজিয়া বেগমের অভিযোগ, আমি পৌর মেয়রকে সমর্থন করায় কাউন্সিলর হুমায়ুন কবিরের লোকজন আমার ওপরে হামলা করেছে।

 

ঝালকাঠি সদর থানার ওসি শীল মনি চাকমা বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। কিন্তু কেউ কিছু বলছে না। আহত কাউন্সিলর যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমরা তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

   

রাইজিংবিডি/ঝালকাঠি/১২ জুলাই ২০১৫/অলোক সাহা/রাসেল পারভেজ