অন্য দুনিয়া

ছাত্রদল সভাপতি রাজিব কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে মাদকদ্রব্য মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজিবকে হাজির করার পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। কারাগার থেকে ওকালত নামা না আসায় রাজিবের আইনজীবিরী তার জামিনের আবেদন করতে পারেননি বলে সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম তারিকুজ্জামান।তিনি আরো জানান, রোববার রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট থেকে একটি প্রাইভেটকার ও তার চার সঙ্গীকে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। রাতে তাকে দুমকী থেকে পটুয়াখালী ডিবি কার্যালয়ে আনার পর গভীর রাতে পটুয়াখালী সদর থানায় আনা হয়। সোমবার বিকেল ৩টার দিকে সদর থানা থেকে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো জানান, রাজিবের বিরুদ্ধে পল্টন থানায় ১৭টি, মতিঝিল থানায় ৫টি এবং শাহবাগ থানায় আরো ২৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এদিকে রাজিবকে গ্রেফতাারের প্রতিবাদে পটুয়াখালী ও বরিশাল বিএনপির নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচী ঘোষনার ডাক দেয়।

     

রাইজিংবিডি/২০ জুলাই ২০১৫/বিলাস দাস/নওশের