অন্য দুনিয়া

ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে যানবাহন থেকে ট্রাফিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের মাশরুম সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

ট্রাফিক পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ পরিচয়ে মাশরুম সেন্টারের সামনে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন ওই যুবক।

 

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তার পরিচয় জানতে চায় তারা। যুবক তার পরিচয় জানাতে ব্যর্থ হলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃত যুবকের নাম সবুজ (২০)। 

 

এদিকে স্থানীয় একাধিক যানবাহন চালক ওই যুবকের মাধ্যমে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। তারা বলেন, ট্রাফিক পুলিশ নিজ হাত চাঁদার টাকা না নিয়ে ওই যুবকের মাধ্যমে নিয়ে থাকে। সাভার বাজার বাসস্ট্যান্ডে স্থানীয় ট্রাফিক পুলিশকে সহায়তাকারী এমন আরো কয়েকজন যুবক রয়েছেন বলে দাবি করেন তারা।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, ‘ট্রাফিক পুলিশের নাম করে চাঁদাবাজি করে আসছিল ওই যুবক। তার সঙ্গে ট্রাফিক পুলিশের কোনো সখ্যই নেই।’

     

রাইজিংবিডি/সাভার/৩০ জুলাই ২০১৫/সাফিউল ইসলাম/সনি/এএন