অন্য দুনিয়া

গাজীপুরে মাদ্রাসাছাত্র অপহরণ চেষ্টা : আটক ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারের কুনিয়া এলাকা থেকে আল আমিন (৭) নামের এক মাদ্রাসাছাত্র অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে।

 

সোমবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী দুই কিশোরকে ধরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশে সোপর্দ করে।

 

আটককৃতরা হলো জামালপুর সদরের ইকবালপুর এলাকার মেহেদী হাসান রফিকের ছেলে ওমর ফারুক (১৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বাদল মিয়ার ছেলে রাব্বি (১৫)।

 

আল আমিনের বাবা সফিকুল ইসলাম জানান, আলা আমিন কুনিয়া এলাকার আল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। রোববার বিকেলে ৫টার দিকে আল আমিনকে তার মায়ের অসুস্থতার কথা বলে পূর্বপরিচিত রাব্বি মাদ্রাসা থেকে ডেকে আনে। এর পর থেকে আল আমিন নিখোঁজ ছিল। পরে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার দিকে বোর্ডবাজারের বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পাওয়া যায়। পরে আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওমর ফারুক ও রাব্বিকে ধরে এলাকাবাসী গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর মো. ফজলুল হকের অফিসে নিয়ে যান।

 

ফজলুল হক বলেন, ‘আল আমিনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বড়বাড়ি বাসস্ট্যান্ড থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং তার কথামতো দুই কিশোরকে ধরে আমার অফিসে নিয়ে আসে। পরে দুই কিশোরকে জয়দেবপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

       

রাইজিংবিডি/গাজীপুর/৩১ আগস্ট ২০১৫/ হাসমত আলী/রুহুল/এএন