অন্য দুনিয়া

মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

 

সোমবার সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের উত্তরের প্যারাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম- মোজাম্মেল হক ওরফে কালাইয়া (২৮)। তিনি মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার পূর্ব গোদারপাড়ার চাঁন মিয়া মাঝির ছেলে।

 

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস রাইজিংবিডিকে জানান, প্রতিপক্ষের সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি করে তাকে হত্যা করে। তার শরীরে একটি গুলির আঘাত দেখা গেছে।

 

তিনি আরো জানান, হোয়ানক ইউনিয়নে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। এরমধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেন হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক। নিহত মোজাম্মেল ছিলেন ওই গ্রুপের  সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, জমি দখলসহ নানা অভিযোগে মহেশখালী থানায় ছয়টি মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

তিনি বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ যে কোনো সন্ত্রাসী গ্রুপ হত্যাকাণ্ডটি সংঘটিত করতে পারে। এব্যাপারে পুলিশ তদন্ত চালাচ্ছে।’

     

রাইজিংবিডি/কক্সবাজার/৩১ আগস্ট ২০১৫/সুজাউদ্দিন রুবেল/রুহুল