অন্য দুনিয়া

ঝালকাঠিতে যুবদলের সভাপতি ও জামায়াতের আমির কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম ও নলছিটি উপজেলা জামায়াতের আমির মাওলানা ফিরোজ আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার  দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ আদেশ প্রদান করেন।

 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল খান জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম ও নলছিটি উপজেলা জামায়াতের প্রাক্তন আমির মাওলানা ফিরোজ আলম।

 

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সরকারি কৌসুলি আবদুল মান্নান রসুল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে কামরুল ইসলাম ও ফিরোজ আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রসংগত, গত ২১ জানুয়ারি সকালে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় যাত্রীবাহী বাস আবদুল্লাহ পরিবহনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

 

এ ঘটনায় ওইদিন নলছিটি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/৩ সেপ্টেম্বর ২০১৫/অলোক সাহা/রণজিৎ