নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর সেনানিবাসের ব্যারাক থেকে এক সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হেলাল উদ্দিন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের নুরুল হকের ছেলে। তিনি যশোর সেনানিবাসের ৮ ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য।
পুলিশ জানায়, হেলাল উদ্দিন ৫৫ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। এর আগে এ ঘটনায় শুক্রবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন প্রশান্ত কুমার। পুলিশ সকালে যশোর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলামের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আনে।
সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা সাংবাদিকদের জানান, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাইজিংবিডি/যশোর/৪ সেপ্টেম্বর ২০১৫/সাকিরুল কবীর রিটন/মুশফিক