অন্য দুনিয়া

পাবনায় এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার বিল ভেদুরিয়া গ্রামে রোববার বিকেলে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চাঁন্দু মিয়া (৫০) নামের মাদকব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান তাকে জেল জরিমানার আদেশ দেন। আটককৃত চাঁন্দু মিয়া সদর উপজেলার বিল ভেদুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে ও এলাকার চি‎িহ্নত মাদক ব্যবসায়ী।পাবনা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বিল ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী চাঁন্দুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ হাজার টাকা বাজার মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের সামনে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে চাঁন্দুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। রায়ের পর তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

       

রাইজিংবিডি/পাবনা/১৩ সেপ্টেম্বর ২০১৫/শাহীন রহমান/রণজিৎ