অন্য দুনিয়া

রাজবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

রাজবাড়ী প্রতিনিধি : শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচির আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে ও সুপ্রিয়া দত্ত উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, রাজবাড়ী মহিলা ক্লাবের সভাপতি আফরোজা ইয়াসমিন বন্যা, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক জয়িতা আসমা আক্তার মুক্তা, সমন্বয়কারী সিরাজ-ই-কবির খোকন, ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ মানিক, খোদেজা বেগম, থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম পিপিএম প্রমুখ। প্রশিক্ষণ শেষে বাল্যবিবাহ ও প্রতিরোধের ওপর ভিত্তি করে নাটক এক পরী হাজার পরী প্রদর্শন করেন।

     

রাইজিংবিডি/রাজবাড়ী/২২ সেপ্টেম্বর ২০১৫/সোহেল মিয়া/রণজিৎ