অন্য দুনিয়া

মহাসড়কে গরুর হাট শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব হয়নি : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সড়ক সেতু ও পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদের আগে মহাসড়কের পাশে গরুর হাট ৯০ ভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি রাজনৈতিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের কারণে। তিনি বুধবার বিকেলে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের সময় এ কথা বলেন।তিনি বলেন, জনপ্রতিনিধিরা যদি আইন না মানেন তাহলে সাধারণ মানুষ কি করে আইন মানবে? তিনি বলেন, ঢাকার প্রবেশমুখে কিছুটা সমস্যা হচ্ছে। আবদুল্লাপুরে গরুর হাটের জন্য যানজট হচ্ছে। অবিরাম বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করছি রাস্তা সচল রাখার জন্য। সেতুমন্ত্রী আরো বলেন, এবারের ঈদে স্বস্তিদায়ক যাত্রা একেবারেই নিশ্চিত করা যাবে না। কষ্ট এবং দুর্ভোগ কতোটা কমানো যায় সে চেষ্টা করছি। মন্ত্রীর সঙ্গে এ সময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলী আফতাবউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৩ সেপ্টেম্বর ২০১৫/হাসান উল রাকিব/রিশিত