অন্য দুনিয়া

সন্দ্বীপের দুর্ধর্ষ সন্ত্রাসী মিশু অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী, মিশু বাহিনীর প্রধান ফজলে এলাহী মিশু প্রকাশ মিশনকে (২৬) বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে তার আরও তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়।

 

শুক্রবার ভোরের দিকে সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়ন থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি শর্টগান, দুটি এক নলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা গুলি, শতাধিক গুলির খোসা এবং বিপুল পরিমাণ ধারালো অস্ত্র।

 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান রাইজিংবিডিকে জানান, কোরবানি ঈদের পূর্বে গরুর বাজারের দখল নিয়ে মিশু গ্রুপের সঙ্গে সংঘর্ষে জোড়া খুনের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই পুলিশ মিশুকে গ্রেফতার করতে চেষ্টা করছিল। সর্বশেষ মিশুর অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। অভিযানে মিশুকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। একই সময় তার তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

     

রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ অক্টোবর ২০১৫/রেজাউল/রুহুল