অন্য দুনিয়া

মাদকদ্রব্য মিশ্রিত এনার্জি হর্স কারখানার সন্ধান, আটক ৩

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মাদকদ্রব্য মিশ্রিত এনার্জি ড্রিং হর্স কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে রায়পুরা উপজেলার মরজাল পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত মুরগির খামারে নরসিংদী মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবু রেজা মোহাম্মদ হাসান এ কারখানার সন্ধান পান। জানা গেছে, শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের মৃত কিছুমত আলীর ছেলে বাদল মিয়া ওই কারখানা স্থাপন করে দীর্ঘদিন যাবত মানবদেহে ক্ষতিকারক এসব মাদকদ্রব্য মিশ্রিত এনার্জি হর্স কোমল পানি তৈরি করে আসছিল। অভিযানকালে কারখানার মালিককে খুঁজে পাওয়া যায়নি। এ সময় কারখানায় নিয়োজিত ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২৮), শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রামের সুলতান খানের ছেলে ইয়াছিন (২০) ও রায়পুরা উপজেলার মরজাল পশ্চিমপাড়া গ্রামের কাজল প্রধানের ছেলে মো. জনিকে (১৯) আটক করে। পরে কারখানার ভেতর থেকে ২ হাজার বোতল মাদকদ্রব্য মিশ্রিত এনার্জি হর্স কোমল পানি, এসব তৈরি সরঞ্জাম ও মেশিনারিজ উদ্ধার করে।নরসিংদী মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবু রেজা মোহাম্মদ হাসান জানান, কারখানার মালিক বাদল মিয়াকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানের অভিযানের চেষ্টা অব্যাহত রয়েছে।

     

রাইজিংবিডি/নরসিংদী/১৩ অক্টোবর ২০১৫/হানিফ মাহমুদ/রিশিত