অন্য দুনিয়া

যুবলীগ নেতা বলে কথা!

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড় সংলগ্ন জুতার দোকান অ্যাপেক্স গ্যালারির ম্যানেজার রাসেল এক যুবলীগ নেতার হাতে প্রহৃত হয়েছেন।

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষমতাসীন দলের যুব সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক উপ-সম্পাদক মেজবাউল আলম বুরুজ জুতা কিনতে অ্যাপেক্স গ্যালারিতে যান। কিছুক্ষণ পর শো-রুমের ম্যানেজার রাসেলের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বুরুজ রাসেলকে বলেন, ‘আমাকে চেনেন? রাস্তায় পোস্টার-ব্যানারে আমার ছবি দেখেন না’। রাসেল বলেন, ‘আমি আপনাকে চিনি না। আমার চোখ অন্ধ, আপনার ছবিও দেখি না’। এ কথা বলার সঙ্গে সঙ্গেই বুরুজ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বিষয়টি নিয়ে নগরীর ডাকবাংলা মোড়ে ওই যুব নেতার অফিসে বৈঠক হয়।

 

ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা থানার এসআই সৈয়দ মোশারেফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষ বসেছেন।

 

এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

   

রাইজিংবিডি/খুলনা/১৯ নভেম্বর ২০১৫/মুহাম্মদ নুরুজ্জামান/রফিক