অন্য দুনিয়া

খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার দিঘলিয়া উপজেলার একটি মৎস্যঘেরের ঘরে বসেই তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের অস্ত্র। ইতিমধ্যে কয়েকটি অস্ত্র তৈরিও করা হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন ছিল। পুলিশ এই কারখানায় অভিযান চালিয়ে একটি সিক্স শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে।

 

রোববার ভোরে এই অভিযান চালায় পুলিশ।

 

দিঘলিয়া থানা পুলিশ জানায়, উপজেলার কামারগাতি পূর্ব পাড়ার একটি মৎস্যঘেরের ঘরে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র তৈরি হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি সিক্স শ্যুটার গান, শাটারগানের অংশ, দুই রাউন্ড গুলি, আটটি চাপাতি, একটি ড্রিল মেশিন এবং অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ঘেরমালিকের ছেলে মো. শিমুল মোল্লা (২২), সহযোগী হিরামন মন্ডল (৩৫) ও কর্মচারী মো. ইকরাম শেখকে (৫৫) আটক করা হয়।

 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

     

রাইজিংবিডি/খুলনা/২৯ নভেম্বর ২০১৫/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল/এএন