অন্য দুনিয়া

সাফারি পার্কের ১৭ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রায় ১৭ একর জমি মঙ্গলবার দুপুরে দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এ জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসা করে আসছিল অবৈধ দখলদাররা।

 

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, পার্কের অধিগ্রহণকৃত প্রায় ১৭ একর জমি স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে সেখানে কাঁচা-পাকা বাড়ি, দোকানপাট নির্মাণ করে দখল করে রেখেছিল।

 

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম নেতৃত্বে ওই জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ও স্থায়ী দোকানপাট ছাড়াও পাকা-কাঁচা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শ্রীপুর থানা, জয়দেবপুর থানা পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

   

রাইজিংবিডি/গাজীপুর/১৫ ডিসেম্বর ২০১৫/হাসমত আলী/রিশিত