অন্য দুনিয়া

চুয়াডাঙ্গায় চরমপন্থী সদস্যকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় একাধিক হত্যা ও ছিনতাই মামলার আসামি চরমপন্থী দলের সদস্য রবিউল ইসলাম রবিকে (৩৫) অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

জীবননগর থানার পুলিশ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের একটি খালের ভেতর তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রবি আলমডাঙ্গা থানার ভালাইপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

জীবননগর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে রবিউলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

 

এদিকে রবিউলের ভাই মোফা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে মোবাইলফোনে ভালাইপুর মোড়ে রবিউলকে ডেকে নেয়। রবিউল ভালাইপুর মোড়ে গেলে সাদা পোশাকের একদল লোক হ্যান্ডকাপ লাগিয়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর বিভিন্ন থানায় যোগাযোগ করা হলে তারা রুবিউলকে আটক করেনি বলে জানায়। সারারাত খোঁজাখুঁজির পর সকালে জানতে পারি রবিউলকে গুলি করে খুন করা হয়েছে।

       

রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৭ জানুয়ারি ২০১৬/ এম এ মামুন/উজ্জল