অন্য দুনিয়া

বাল্যবিয়ের দায়ে বর-কনের বাবার কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি : বাল্যবিয়ের আয়োজনের দায়ে বর ও কনের বাবাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বালিয়কান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট কামরুল হাসান।

 

শুক্রবার বিকেল ৫টায় এই কারাদণ্ডের আদেশ দেন তিনি।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিরণকান্দি গ্রামের ছোবহান শেখের ছেলে হামিদুল শেখের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তানজিলা আক্তার মুন্নীর (১৬) বিয়ের আয়োজন চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কনের বাবাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

     

রাইজিংবিডি/রাজবাড়ী/২৯ জানুয়ারি ২০১৬/সোহেল মিয়া/মুশফিক