অন্য দুনিয়া

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ভোলা প্রতিনিধি : ভোলার ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারে শনিবার রাতে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

নিহত আছমা বেগম (২০) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের কালু বাঘার মেয়ে।

 

আছমার স্বামী মনিরুল জানান, তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে শনিবার বিকেলে ভোলা সদরের মাতৃসদন হাসপাতালে নেওয়া হয়। সেখানকার ডাক্তার জেসি রায় ও ডাক্তার সুনীল চন্দ্র দাস তাকে সিজার করানোর জন্য ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যেতে বলেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় ফেলে রাখে। পরে রোগীকে সিজার করার জন্য ওটিতে ঢোকানো হয়। কিছুক্ষণ পর ডাক্তার জেসি রায় এসে জানান, রোগী মারা গেছেন।

 

ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারে মালিক সোলেমান আছমা বেগমের স্বামীকে দ্রুত লাশ নিয়ে বাড়ি চলে যেতে বলেন। খবর পেয়ে রোগীর স্বজনরা হেলথ কেয়ার সেন্টারে ছুটে আসে। পরে স্থানীয় জনতা ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারি ঘিরে ফেলে এবং পুলিশকে খবর দেয়।

 

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রোগীর পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

রাইজিংবিডি/ভোলা/৭ ফেব্রুয়ারি ২০১৬/ফয়সল বিন নয়ন/উজ্জল