অন্য দুনিয়া

চাঁদাবাজিকালে ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে মদ্যপ অবস্থায় চাঁদাবাজি করার সময় দুই ছাত্রলীগ নেতা-কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন হোটেল মালিক ও তার কর্মচারীরা।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।সোপর্দকৃতরা হলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি রমজান আলী জনি ও কর্মী সাগর।নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারসেফ বাংলা রেস্তোরাঁর মালিক শফিকুজ্জামান সুজন জানান, রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবন্থায় এসে জনি ও সাগর চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় জনি ও সাগর তার ব্যবসায়ী পার্টনার নিজাম হোসেন রানার মোটরসাইকেল এবং হোটেলের আসবাবপত্র ভাঙচুর করেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন এবং হোটেল কর্মচারীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, আটককৃতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হবার পর তাদের জিঙ্গাসাবাদ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিক সুজন।

   

রাইজিংবিডি/রাজশাহী/২৭ ফেব্রুয়ারি ২০১৬/তানজিমুল হক/সাইফুল