অন্য দুনিয়া

কারারক্ষী খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রাক-অবসরজনিত ছুটিতে থাকা সার্জেন্ট ইনস্ট্রাক্টর রুস্তম আলী হাওলাদার গুলিতে নিহতের ঘটনায় মামলা হয়েছে।

 

নিহত রুস্তমের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে সোমবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি করেন। রাতেই পুলিশ এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. হিমেল (২২)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ির হাসান আলীর ছেলে।

 

জয়দেবপুর থানার ডিউটি অফিসার এনামুল হক জানান, রুস্তমের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ এজাহার নামীয় আসামি হিমেলকে গ্রেপ্তার করেছে।উল্লেখ্য, সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রাক-অবসরজনিত ছুটিতে থাকা সার্জেন্ট ইনস্ট্রাক্টর রুস্তম আলী হাওলাদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনা তদন্তে জেলা পুলিশ এবং কারা কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

     

রাইজিংবিডি/গাজীপুর/২৬ এপ্রিল ২০১৬/হাসমত আলী/মুশফিক/এএন