অন্য দুনিয়া

ভাতিজা হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক রংপুর : রংপুরে ভাতিজা হত্যার দায়ে চাচাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক  আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার গঙ্গা নারায়ণ এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে রিনা বেগমের বিয়ে হয়। রিনা বেগম আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাদের রেজওয়ানুল ইসলাম নামে ৬ বছরের একটি পুত্র সন্তান ছিল। ২০০৭ সালের ১৫ মে রেজওয়ানুলকে তার সৎ দাদি নছিরন নেছা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর রেজওয়ানের মা তার ছেলেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করে। পরদিন একটি পুকুর পাড়ে বালুর নিচে চাপা দেওয়া রেজওয়ানুলের লাশ পাওয়া যায়। রিনা বেগম পুত্র হত্যার ঘটনায় স্বামী আনোয়ার হোসেনের সৎভাই আসাদুল ইসলাম, তার মা নছিরন বেগমকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আসাদুল ইসলামকে মৃত্যুদ-ের আদেশ দেন।

 

সরকার পক্ষের আইনজীবী ছিলেন ফারুক মো. রেয়াজুল করিম এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন জহিরুল আলম। রাইজিংবিডি/রংপুর/৪ মে ২০১৬/নজরুল মৃধা/উজ্জল