অন্য দুনিয়া

নোয়াখালী পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগ প্রার্থী শহিদ উল্যাহ খান সোহেল ২৮৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশিদ আজাদ পেয়েছেন ৫৯৯৮ ভোট।

 

এ ছাড়া ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন রফিকুল বারী আলমগীর, ২নং ওয়ার্ডে সায়েদ মোশারফ পারভেজ, ৩নং ওয়ার্ডে আহসান হাবিব হাসান, ৪নং ওয়ার্ডে মহি উদ্দিন খসরু, ৫নং ওয়ার্ডে রতন কৃষ্ণ পাল, ৬নং ওয়ার্ডে জাহিদুর রহমান শামীম, ৭নং ওয়ার্ডে বদরুল হাসান বাবলু, ৮নং ওয়ার্ডে নাসিম উদ্দিন সুনাম, ৯নং ওয়ার্ডে ফখরুদ্দিন মাহমুদ।

 

সংরক্ষিত মহিলা আসনে লিলি রহমান, নিলুফার কোমরেদ জাহান ও ফরিদা আক্তার জয়ী হয়েছেন।

 

এদিকে সেনবাগ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু জাফর টিপু বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবু নাসের।

   

রাইজিংবিডি/নোয়াখালী/২৫ মে ২০১৬/মাওলা সুজন/রিশিত